মো. টিপু সুলতান (Tipu Sultan) ১৯৭১ সালের ২৩ মে কুষ্টিয়া জেলার সরিষাডুলী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মরহুম তাহাজ উদ্দিন বিশ্বাস এবং মায়ের নাম রমেছা খাতুন। আট ভাই-বোনের মাঝে তিনি চতুর্থ। শিক্ষা জীবন অতিবাহিত হয়েছে সরিষাডুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা পৌর কলেজে (উচ্চ মাধ্যমিক) ও আমলা সরকারি কলেজ (স্নাতক ) শিক্ষা প্রতিষ্ঠান সমূহে। তিনি ১৯৯৪ সালের ১৭ ফেব্রুয়ারি কর্মজীবন ও পড়ালেখার উদ্দ্যেশে ঢাকায় আসেন এবং ২২ ফেব্রুয়ারি এফ.এম.জি এসোসিয়েটস কোম্পানিতে (৫২, নিউ ইস্কাটন রোড, টিএমসি বিল্ডিং, ঢাকা) যোগদান করেন। ১১ মাস ১০ দিন চাকরি করার পর পরবর্তীতে সেতু এসোসিয়েটস কোম্পানি প্রতিষ্ঠা করে সিসিটিভি ও টেলিকমিউনিকেশনের ব্যবসা শুরু করেন। দীর্ঘদিন ব্যবসায়িক জীবনে ব্যস্ততার মাঝেও ২০১৭ সালে তাঁর প্রথম বই “রেলপথে বাংলাদেশ” (ভ্রমণ গাইড) প্রকাশিত হয় যা অদ্যবধি ১,২৩০০০ কপি বিক্রীত হয়েছে।