বাতিঘর (Batighor Prokashoni) একটি বাংলাদেশি বই প্রকাশনা প্রতিষ্ঠান এবং গ্রন্থবিপণি। ২০০৫ সালে বাংলাদেশের চট্টগ্রাম শহরে এর যাত্রা শুরু হয়। ২০০৯ সালে প্রকাশনা সংস্থা হিসেবে বাতিঘর আত্মপ্রকাশ করে। সাহিত্য, ইতিহাস, চারুকলা, সাক্ষাৎকার ও জার্নাল বিষয়ে বাতিঘর এযাবৎ দেড়শোর অধিক বই প্রকাশ করেছে।