10 minute school

টেন মিনিট স্কুল (১০ মিনিট স্কুল) হচ্ছে একটি ইন্টারনেটভিত্তিক শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান। শিক্ষা উদ্যোক্তা আয়মান সাদিক এটি প্রতিষ্ঠা করেন। প্রাথমিক পর্যায়ে একে সহায়তা করেছিল বাংলাদেশী মোবাইল অপারেটর রবি। তাদের লক্ষ্যটি ছিলো এমন একটি স্থান তৈরি করা; যেখান থেকে মানুষ চাইলে সহজেই পড়াশোনা করতে পারবে। এই প্রতিষ্ঠান ইউটিউব এবং ফেসবুকে ও তাদের নিজস্ব ওয়েবসাইটে সংক্ষিপ্ত লেকচারসমৃদ্ধ তৈরী করে থাকে। মূলত এই ওয়েবসাইট বা প্রতিষ্ঠান বাংলা ভাষায় ভিডিও ক্লাস লেকচার তৈরি করে থাকে।

No products were found matching your selection.